যশোর অফিস :
যশোরে শীত ও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। যশোর আবহাওয়া অফিস আজ জেলায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সূর্যের দেখা পাওয়া গেলেও শীত মানুষকে কষ্ট দিচ্ছে। শীত-কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়া সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন যাত্রা প্রায় অচল করে ফেলেছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারেই কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। কনকনে শীত ও ঠান্ডায় মানুষ কাহিল হয়ে পড়েছে। ভোগান্তিতে সাধারণ ছিন্নমূল মানুষ।
যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, শীতল হাওয়া অব্যাহত থাকতে পারে বেশ কয়েক দিন। আজ ৮ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীতে আরো কমতে পারে।
