হোম অন্যান্যসারাদেশ যশোরে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে দু’জন

অনলাইন ডেস্ক:

যশোরে যাত্রীবাহী বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দু’জন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়া হয়েছে। ভুক্তভোগী দু’জন হলেন, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের সুমন শেখ ও মণিরামপুর উপজেলার পুটিয়া বাসুদেবপুর গ্রামের শহিদুল ইসলাম। দু’জনকেই বুধবার বিকেলে অচেতন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমন শেখের স্ত্রী হীরা খাতুন বলেন, সুমন জরুরী কাজে বুধবার দুপুরে বাড়ি থেকে যশোর শহরের উদ্দেশ্যে বের হয়। পরে জানতে পারেন রাজারহাটে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেছে। সুমনের কাছে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিলো। সেগুলোও পাওয়া যায়নি।

এদিকে, শহিদুলের স্বজনরা জানান, ব্যবসায়ী কাজে বুধবার দুুপুরে ৮৩ হাজার টাকা নিয়ে শহিদুল যশোরে যাচ্ছিল। মণিরামপুর থেকে তিনি বাসেও উঠেছিলেন। পরে জানতে পারেন শহিদুল অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। সব টাকা খোয়া গেছে ও মোবাইলও নেই। এখনও শহিদুল অচেতন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে হাসপাতালের ইন্টার্নি ডাক্তার সুভাশীষ সরকার বলেন, সুমন শেখ ও শহিদুল ইসলাম নামে দু’জন রোগীর শরীরে চেতনানাশক প্রয়োগ করা হয়েছে। তাদের এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন