হোম রাজনীতি যশোরে বিএনপির ব্যানার: ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’

রাজনীতি ডেস্ক:

দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির শেষ দিন সোমবার (৬ নভেম্বর) যশোরে বিক্ষিপ্তভাবে মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ও বিভিন্ন কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির ব্যানারে উল্লেখ করা হয়, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত’।

এদিকে অবরোধে সকালে যশোরের টার্মিনালগুলো থেকে নির্ধারিত রুটে বাস ছেড়ে যায়নি।

পরিবহন শ্রমিকরা জানান, স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম হওয়ায় এক ঘণ্টা পর পর তারা গাড়ি ছাড়ছেন। তাতেও খরচের টাকা তুলতে পারছেন না তারা।

এর আগে ভোরে যশোর বেনাপোল সড়ক, চৌগাছা সড়ক, যশোর-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। তারা শার্শায় মিছিল করার সময় সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। এ ছাড়া ছাত্রদলের কর্মীরা যশোর সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি পলিটেকনিক কলেজের গেটে তালা মেরে ব্যানার ঝুলিয়ে দেন। ব্যানারে উল্লেখ করা হয়, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

ছাত্রদল এ সংক্রান্ত ছবি তাদের মিডিয়া গ্রুপে প্রচার করলেও কলেজগুলোতে গিয়ে তা পাওয়া যায়নি।

এ বিষয়ে সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার জানান, এ রকম কোনো ঘটনা ঘটেনি।

সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অমেলেন্দু বিশ্বাস জানান, আমার জানা নেই। আমি এখনই খোঁজ নিচ্ছি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আমাদের কাছে এমন কোনো খবর নেই। তবে খোঁজ নিচ্ছি।

কিছুক্ষণ পরে আবার ফোন করে তিনি জানান, সব কলেজে পুলিশ সদস্য পাঠিয়েছিলাম কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন