যশোর অফিস:
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ওই এলাকার মালোপাড়ায় রাস্তার উপর এ হত্যাকান্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আলাউদ্দিন (২২) শহরের আরবপুরের শুকুর আলীর ছেলে।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আমরা অনুসন্ধ্যান করছি কি কারণে হত্যাকান্ড ঘটলো। তবে প্রাথমিকভাবে ধারণা করছি। কোন ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আলাউদ্দিন পূর্ব বারান্দীপাড়া মালোপাড়ায় মদন কুমারের বাড়ির পাশে আসলে দুষ্কৃতকারীরা তার উপর হামলা চালায়। হামলাকারীরা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কেন ও কারা এ হত্যাকান্ডের ঘটালো তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। এখনও কেউ আটক হয়নি।