অনলাইন ডেস্ক:
যশোরে চল্লিশোর্ধ অজ্ঞাত এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের বুক ও মুখের কিছু অংশ পোড়ানো ছিল।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে যশোরের বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, সকালে ৯৯৯-এ খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহ পোড়ানো হয়।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরের যেকোনও সময় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদঘাটনে কাজ শুরু করে দিয়েছে।