হোম অন্যান্যসারাদেশ যশোরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

যশোর অফিস :

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে যশোর শহরে ও জেলার চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, যশোরে মদপান করে মোটরসাইকেল চালিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাত যুবক (২৫)এর মর্মান্তিক অবস্থায় মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জল হোসেন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে রাত সোয়া ১১টার দিকে যশোর কোতোয়ালি থানার অদুরে বস্তাপট্টি মোড়ে।

নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত উজ্জল হোসেন একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
প্রতাক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে বেপরোয়াভাবে ২৫ বছরের এক যুবক মোটরসাইকেল চালিয়ে পেছনে অপর এক যুবককে নিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তাপট্টি আসে। এসময় থানার সামনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিলো এবং বিপরীতমুখী থেকে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মোট্রো ব- ১৪- ৭০৬৪) আসছিলো। মোটরসাইকেল যোগে আসা ওই দুই যুবক অ্যাম্বুলেন্স ক্রোস করে সোহাগ পরিবহনের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন ছুটে এসে ওই দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।

এদিকে, মানত শোধ করতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

চৌগাছার টেঙ্গুরপুর মোড়ে রাস্তার গতিরোধকে এই দুর্ঘটনা ঘটে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীর সন্তানাদি হয় না। এজন্য তারা ঝিনাইদের কালীগঞ্জের বারোবাজারের গাজীকালু চম্পাবতীর মাজারে মানত করেন যে, সন্তান হলে সেখানকার মুসল্লীদের খাওয়াবেন। সেই মানত শোধের জন্য পাঁচভাই ও তাদের স্ত্রী পরিজনসহ শুক্রবার চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বারোবাজার যাচ্ছিলেন।

তিনি জানান, পরিবারের সবাইকে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তিনি ও তার আরেকভাই দুটি মোটরসাইকেলে করে রওনা হন। শরিফুলের মোটরসাইকেলে ছিলেন স্ত্রী রোজিনা এবং পাঁচ বছর বয়সী ছেলে। পথিমধ্যে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গরপুর মোড়ে পৌঁছলে অসাবধানতায় রাস্তার গতিরোধকের ওপর মোটরসাইকেল থেকে পড়ে যেয়ে মাথায় আঘাত পান রোজিনা। দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন