হোম জাতীয় যশোরে দুই ফেনসিডিল বিক্রেতা আটক

জাতীয় ডেস্ক :

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় শার্শার নাভারণ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিণপাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে নাসির উদ্দিন (২৭) ও শার্শা থানার নাভারণ রেলবাজার এলাকার রুহুল আমিন গাজীর ছেলে রিপন হোসেন (৩৪)।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, মাদক বেচাকেনার গোপন খবরে, যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় নিয়ে নাভারণ মোড়ে সোহাগ পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন