মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
তক্ষক বিলুপ্ত প্রজাতির একটি সরীসৃপ প্রাণী। এশিয়ার প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাঁপানি,এইডস, ক্যান্সারের ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয়।
কার্যত এ ঔষধ এবং পরীক্ষা ফলপ্রসূ না হলেও দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র সমগ্র বাংলাদেশসহ যশোর জেলার বিভিন্ন উপজেলায় এই প্রাণীটি ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়ে আসছে। আর তাই এক শ্রেণীর সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছে অন্যদিকে দীর্ঘদিন যাবত এই সরীসৃপ প্রাণীটি শিকার হতে হতে বিলুপ্ত হতে চলেছে।
আর তাই গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার গোয়েন্দা সংস্থার একটি চৌকস টীম গতকাল ২৯ জানুয়ারি ( শনিবার) রাত আনুমানিক দশটার দিকে মনিরামপুর থানার বিপ্রকোনা গ্রামে অভিযান পরিচালনা করে ৩ টি তক্ষক ( ২ টি জীবিত ও ১ মৃত) ও ৩০ হাজার টাকাসহ কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (২৫) ও ভোলা জেলার দৌলতখাঁ থানার দক্ষিণ জয়নগর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৫৫) কে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে জীবিত প্রাণীগুলোকে বিজ্ঞ আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে বিভাগীয় ফরেষ্ট অফিসারের মাধ্যমে প্রকৃতিতে অবমুক্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।