জাতীয় ডেস্ক :
বেনাপোল থেকে আসা বেতনা এক্সপ্রেসের (কমিউটার ট্রেন) একটি বগি লাইনচ্যূত হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বগি বাদে অন্য বগিগুলো সরিয়ে নিয়ে বিকল্প লাইন চালুর মাধ্যমে যোগাযোগ সচল করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে যশোর রেল স্টেশনে প্রবেশের পথে এ ঘটনা ঘটে।
ট্রেনটি ক্রসিং রোডের পরে থাকায় শহরের মুজিব সড়ক ও রেলগেট এলাকার দু’পাশের যান চলাচল প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।
ট্রেনের যাত্রী ও যশোর রেল স্টেশনের মাস্টার আয়নাল হাসান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসার পর যশোর রেল স্টেশনে প্রবেশের সময় আকস্মিক ইঞ্জিনের পিছনের বগিটি লাইনচ্যুত হয়। ওই ট্রেনের ইঞ্জিন দিয়েই দুর্ঘটনা কবলিত বগি বাদে অন্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ইঞ্জিনটি দুই নম্বর লাইনে রয়েছে। পাশের এক নম্বর লাইনটি সচল করা হয়েছে। ফলে এখন খুলনার সাথে সারা দেশের যোগাযোগ সচল হয়েছে।