হোম অন্যান্যসারাদেশ যশোরে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত, নতুন আক্রান্ত ৭০

যশোরে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত, নতুন আক্রান্ত ৭০

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

যশোর অফিস:
যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুইজন। উপসর্গ নিয়ে এযাবৎ হাসপাতালে ৩৯ জনের মারা গেছেন। আর করোনায় আক্রান্ত ২৩ ব্যক্তির মারা গেলেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ মৃত দুই রোগী হলেন মাগুরার শালিখা উপজেলার শালিখা গ্রামের খলিলুর রহমানের ছেলে রেজাউল আলম শিকদার (৬৫) এবং চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পুরাতন বাজার এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী কামাল উদ্দিন (৬৩)।

আরএমও আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৩৯ জন নারী-পুরুষ মারা গেছেন।
এদিকে, আজ শুক্রবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ২৭২ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন