নিজস্ব প্রতিনিধি ,কেশবপুর :
যশোর-৬ কেশবপুর আসনের স্থগিত উপ নির্বাচনের তারিখ ঘোষণায় এ আসনের প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এ আসনটির উপনির্বাচন স্থগিত করা হয় । আগামী ১৪ ই জুলাই ভোট গ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ আসনটিতে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ. ও জাতীয় পার্টি এরশাদ সমর্থিত প্রার্থী সাংবাদিক হাবিবুর রহমান।
