হোম খুলনাযশোর যশোর-৫ মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

যশোর-৫ মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

কর্তৃক Editor
০ মন্তব্য 173 ভিউজ

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

৮৯, যশোর-৫ মণিরামপুর সংসদীয় আসন থেকে নৌকার প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে পরাজীত করে স্বতন্ত্রপ্রার্থী হাফেজ আলহাজ্ব ইয়াকুব আলী বিজয়ী হয়েছেন। সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোববার রাতে বেসকারী ভাবে ঘোষণা করেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭৭,৪৬৮। প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীকে স্বপন ভট্টাচার্য্য ভোট পেয়েছেন ৭২,৩৩২। এ আসন থেকে মূলত ০৫ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দীতা করেছেন।

অন্য প্রার্থীরা হচ্ছেন লাঙ্গল প্রতীকের এম.এ.হালিম তিনি ভোট পেয়েছেন ৬২৪। তৃর্ণমূল বিএনপির প্রার্থী আবু নসর মো মোস্তফা (সোনালী আঁশ) প্রতীকে ভোট পেয়েছেন ২৩৬। ইসলামি ঐক্য জোটের মিনার প্রতীকের প্রার্থী নুরুল্লা আব্বাসি ভোট পেয়েছেন ৮০৬। উপজেলার এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩,৫৫,৯৭৩। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ১,৫১,৪৬৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তবে বিছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে রোববার এ আসনের নির্বাচন সম্পন্ন হয়।

উপজেলার হেলা ভোট কেন্দ্রে নৌকার প্রতীকের কর্মীরা ঈগল প্রতীকের কর্মী সাধন কুমার সহ তিন জনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে। এছাড়া প্রতিটা ভোট কেন্দ্র এলাকায় সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দফায় দফায় বাঁধা প্রদান করা হয়েছে বলে একাধিক সূত্র থেকে অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন