হোম অন্যান্যসারাদেশ যশোর শিক্ষাবোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ পরীক্ষা স্থগিত

নড়াইল অফিস :

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের (১০২) বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই বিষয়ের শুধুমাত্র সৃজনশীল (সিকিউ) পরীক্ষা শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিষয়টি আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র। এটি স্থগিতের বিষয়ে আজ বিকেলে যশোর শিক্ষাবোর্ডের অধীনে সকল জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত বিষয়ের শুধুমাত্র সৃজনশীল (সিকিউ) পরীক্ষা শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইল জেলায় একটি পরীক্ষা কেন্দ্রে গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের স্থলে দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বিতরণ করা হয় পরীক্ষার্থীদের মাঝে। এ জেলার আরও তিনটি পরীক্ষা কেন্দ্রে প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া যায়। তবে এ তিনটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ওই প্রশ্ন বিতরণ করা হয়নি বলে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

এ বিষয়ে জানতে চাইলে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র বলেন, ‘নড়াইলের ওই ঘটনার প্রেক্ষিতে বিকল্প প্রশ্ন থাকা সত্তে¡ও আমরা ঝুঁকি নেয়নি। তাই শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের শুধুমাত্র বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হলো। সৃজনশীল পরীক্ষা শনিবার সকাল ১১টায় শুরু হবে। শেষ হবে দুপুর ১২ টা ৪০ মিনিটে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন