স্টাফ রিপোর্টার:
যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
শনিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ করা হয়। রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে মোট ১ হাজার ৬১৬ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৫০৩ জন ভোটার ভোট দেন। এর আগে জেলা বিনপির সাধারণ সম্পাদক পদে আর কোনো প্রার্থী না থাকায় দেলোয়ার হোসেন খোকনকে নির্বাচিত ঘোষণা করা হয়। দেলোয়ার খোকন বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সভাপতি পদে দলের বর্তমান সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক ৭৪৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট। আর যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম ৭৩ ভোট পেয়েছেন।
জেলা বিএনপির নতুন কমিটিকে সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে মো. রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু এবং শেখ শহিদুল বারী রবু বিজয়ী হয়েছেন। রবিউল ইসলাম সর্বোচ্চ ১ হাজার ৩৪১ ভোট পান। অন্য দুই বিজয়ী মুনির সিদ্দিকী বাচ্চু ৮৫৪ ও শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সভাপতি পদে ১৮টি এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচটি ব্যালট বাতিল হয়।