রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে যশোর জেলা পরিষদ নির্বাচন মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ০৭নং ওয়ার্ড মনিরামপুরে গৌতম চক্রবর্তী এবং শহিদুল ইসলাম মিলন প্রতিদ্বন্দ্বীতা করেন সাধারণ সদস্য পদে। এ নির্বাচনে ২৩৭ ভোটারের মধ্যে ২৩৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাধারণ সদস্য হিসেবে গৌতম চক্রবর্তী ১৪৮ ভোট নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম মিলন পেয়েছেন ৮৫ ভোট।
অপরদিকে সংরক্ষিত এলাকা ০২ মনিরামপুর-কেশবপুর এ তাসরিন সুলতানা শোভা ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা পারভীন পান্না ভোট পেয়েছেন ১০২ এবং অপর প্রতিদ্বন্দ্বী নাদিরা সুলতানা পেয়েছেন ৪৫ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুরে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা ইন্সেট্রেক্টর (ইউআরসি) মকবুল ইসলাম। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিপুল সংখ্যক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে এই কেন্দ্রে জেলা পরিষদের চেয়ারম্যান পদে সাইফুজ্জামান পিকুল ভোট পেয়েছেন ১৫৮ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ হাসান কাজল পেয়েছেন ৭৪ ভোট।
