যশোর অফিস :
যশোরের অভয়নগরে মারুফ মোল্লা (২৬) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা পড়েন বলে পুলিশ জানিয়েছে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহত মারুফ নওয়াপাড়া শহরের ড্রাইভারপাড়ার মোসলেম মোল্লার ছেলে। সম্প্রতি তিনি মাদকের কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন বলে শোনা যাচ্ছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু সময় আগে মারুফ, রুবেল ও বাবুল নামে তিন যুবককে অভয়নগরের আন্দা ডুমুরতলায় বিলের মধ্যে একটি বটগাছের নিচে রাস্তার পাশে বসে থাকতে দেখা যায়। তারা ওই স্থানে গিয়েছিলেন একটি মোটরসাইকেলযোগে। কিছু সময়ের মধ্যে ওই স্থানে কিছু একটা ঘটে। ওই যুবকদের ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল।
খবর পেয়ে অভয়নগর থানার একটি টিম ইফতারির পর ওই বিলের মধ্যের রাস্তা থেকে মারুফের লাশ নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। থানার এসআই আতাউর রহমান বলছেন, নিহত যুবকের বুকের নিচ ও ঘাড়ে দুই রাউন্ড গুলি ঢুকেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ব্যাপারে র্যাবের বক্তব্য জানা যায়নি। তবে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সাল জানান, সন্ধ্যার পর মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনে পুলিশ। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।