হোম অন্যান্যসারাদেশ যথাযোগ্য মর্যাদায় নড়াইলে মুক্ত দিবস পালিত

 

নড়াইল অফিস :

নানা কর্মসুচির মধ্যদিয়ে নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, জেলা শিল্পকলা একাডেমি, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বদ্ধভূমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স ভবন, পুরাতন বাসটার্মিনাল এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধ্যু ম্যুরাল, জেলা জজ আদালত সংলগ্ন ৭১ এর বদ্ধভূমি ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসকল কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এম কামরুজ্জামান, নড়াইল পৌরসভার সচিব ওহাবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা,পৌর কমিশনার শরফুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নড়াইল শহরের রুপগঞ্জ বাজারে বিকেলে এনভায়রনমেন্টাল থিয়েটার ও সন্ধ্যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন