হোম জাতীয় যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় জাতীয় শোক দিবস পালিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে ’বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবসটি পালন করা হয়।

রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন শেষে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক এমপি বি,এ,নজরুল ইসলাম, ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, এসিল্যান্ড আল আমীন, উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, শাহানাজ নাজনিন খুকু, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে ওসি মীর খায়রুল কবির, ওসি (তদন্ত) জেল্লাল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার জিয়াউর রহমান, ডাক্তার শফিকুল ইসলাম, সরকারি কলেজের পক্ষে প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, প্রভাষক হারুন আর রশিদ, ফায়ার সার্ভিসের পক্ষে স্টেশন কর্মকর্তা আব্দুল ওহাব, উপজেলা আ’লীগের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, আ”লীগ নেতা বেনজির হোসেন হেলাল, রবিউল আলম মল্লিক রবি, পৌর আ”লীগের পক্ষে সহিদুল ইসলাম, আজিজুর রহমান, মহিলা আ’লীগের পক্ষে সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্মা, মহিলা নেত্রী কাজল, জাসদ’র পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, মাধ্যমিক শিক্ষা অফিস’র পক্ষে সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সামাজিক সংগঠন সেবা’র পক্ষে আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য সচিব মিজানুর রহমানসহ সরকারি পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মহিলা কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক সংগঠন, সনাতন ধর্মীয় সংগঠন ও একাধিক রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তাবক অর্পণ অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই রেজাউল ইসলাম।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অীফসার আব্দুল হামিদ, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফসর আবু নসর, শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর ছিদ্দীক, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নূরুন নাহার আক্তার, যুব উন্নয়ন অফিসার এছমত আরা বেগম, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সূধিবৃন্দ। সভাটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১৯ জনকে ৮ লাখ ৪০ হাজার টাকা যুব ঋনের চেক বিতরন করা হয়। সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুরুপভাবে,উপজেলা আ’লীগ, প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, সিংগা হাইস্কুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদার সাথে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন