হোম Uncategorized ময়মনিসংহে ট্রাক চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত, আহত দুই

ময়মনিসংহে ট্রাক চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত, আহত দুই

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

সংকল্প ডেক্স :

ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ দু’জন। রোববার রাত ৯ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনার দিক যাচ্ছিল।

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনের দিকে যেতে চাইলে দ্রুত গতির একটি ট্রাক চাপা দেয় সিএনজি চালিত অটোরিকশাটিকে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজনই পুরুষ। গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয় লোকজন ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় শনাক্ত করতে পারেননি পুলিশ।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বলেন, অন্ধকারের মধ্যে সিএনজি চালিত অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই তিনজন পুরুষ ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন