জাতীয় ডেস্ক :
ময়মনসিংহ সদর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে ছয়জন মারা গেছেন।
শুক্রবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি আলাদা বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া গ্রামের কৃষক আবু বকর (৪০), জাহাঙ্গীর আলম (৩০), নান্দাইল উপজেলার কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে মো. শাওন (৮), ধোবাউড়া উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ (৩০)।
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দুপুরে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে বকর ও জাহাঙ্গীর মারা যান।
নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, বৃষ্টিতে ভিজে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাঈদ, স্বাধীন ও শাওন মারা যায়।
অন্যদিকে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, সাঈদ সকালে এলাকার গুগড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান।