হোম জাতীয় ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন ৭ জন

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন ৭ জন

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন নগরবাসী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফেরদৌস জিলু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও বর্তমান মেয়র ইকরামুল হক টিটুসহ ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দিয়ে বর্তমান সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, করোনা পরিস্থিতির কারণে সিটি করপোরেশনের অনেক উন্নয়ন প্রকল্পের কাজ আটকে আছে। আবারও নির্বাচিত হলে এসব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হবে।

নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী গোলাম ফেরদৌস জিলু ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। উন্নয়নকে গুরুত্ব দেয়ার পাশাপাশি নগরীর যানজট নিরসন ও জলাবদ্ধতা সমস্যা দূর করাকে প্রধান সমস্যা মনে করেন এই দুই প্রার্থী।

এই নির্বাচনে ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৬৪জন এবং সংরক্ষিত ১১টি কাউন্সিলর পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন ৬৯জন প্রার্থী।

আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা।

১৯ ও ২০ ফেব্রুয়ারি সুযোগ থাকবে আপিল নিষ্পত্তির। এছাড়া ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পর ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

সিটি করপোরেশন গঠনের পর প্রথম নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা হলেও এবার দ্বিতীয়বারের নির্বাচনে জেলা ও মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা মেয়র পদে প্রার্থী হওয়ায় নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন