হোম খেলাধুলা ম্যাচে হেরে সিলেটের উইকেট নিয়ে মহসিনের ক্ষোভ

ম্যাচে হেরে সিলেটের উইকেট নিয়ে মহসিনের ক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

টানা চার জয়ের পরে প্রথমবারের মতো হারের মুখ দেখেছে খুলনা টাইগার্স। এই হারের পরে উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ। অপরদিকে উইকেট সহজ ছিল না বলে মত দিয়েছেন প্রতিপক্ষ ফরচুন বরিশালের বোলার তাইজুল ইসলাম।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেটে ফরচুন বরিশালের বিপক্ষে হারের পরে সংবাদ সম্মেলনে কথা বলেন খুলনার অ্যানালিস্ট মহসিন শেখ। তিনি বলেন, ‘আজকে সত্যি বলতে আমরা একটু হতাশ। সিলেটে আমরা খুবই ভালো সুযোগ-সুবিধা পেয়েছি। কিন্তু বারবার একই উইকেটে খেলা হয়েছে, সেটি করা ঠিক হয়নি।’

মহসিন বলেন, ‘গতদিন তারা যে উইকেটে খেলেছে ঠিক সেই উইকেটে আজ খেলা হয়েছে। আজকে তাদের একটি নতুন পিচ ব্যবহার করা উচিত ছিল। উইকেট খুবই শুকনা ছিল, ‘ব্র্যান্ড অফ ক্রিকেটে’র জন্য এবং বিপিএলের জন্য এটি আদর্শ উইকেট না।’

মহসিন আরও বলেন, ‘আবহাওয়া অন্যরকম হলে হয়তো ফলটা ভিন্ন হতে পারতো। কিন্তু এটা ভালো ক্রিকেটের জন্য একদমই উপযুক্ত না। আমাদের দারুণ স্কোয়াড রয়েছে, দারুণ সুযোগ-সুবিধা রয়েছে। তাহলে কেন একটা নতুন উইকেটে খেলা হবে না? এটা আমাদের জন্য হতাশার বিষয়।’

বরিশালের বোলার তাইজুল ইসলাম বলেন, ‘ম্যাচটিতে ৭০ ভাগ আমরা ব্যাকফুটে ছিলাম। আপনি যদি ১২-১৩ ওভারের পর থেকে দেখেন। সেই জায়গা থেকে এভাবে ঘুরে দাঁড়ানো, বিশেষ করে মিরাজ এবং মালিক ভাইয়ের দুর্দান্ত ইনিংস আমাদের জয় পেতে সহায়তা করেছে। তবে এই জায়গা থেকে দুশ্চিন্তাও কাজ করছিল যে, জিতব কি জিতব না!’

তাইজুল আরও বলেন, গত কয়েকদিন ধরে খেলা হচ্ছে এই উইকেটে। যখন একই উইকেটে বেশ কয়েকদিন ধরে খেলা হবে তখন উইকেটটা একটু স্লো হওয়াটাই স্বাভাবিক।…. আজকের উইকেটটা যে খুব সহজ ছিল, তা না। এটা অনেক কঠিন উইকেট ছিল। সে জায়গা থেকে প্রথম দিকে আমাদের পরিকল্পনা ভালোই ছিল। মাঝখানে একটু অন্যরকম হয়ে গেছিল। তারপরও এ রকম বিষয় আসবে। কীভাবে আমরা মোকাবিলা করছি, সেটাই মূল ব্যাপার।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন