হোম খুলনাযশোর মৌলিক স্বাস্থ্যসেবার প্রশ্নে স্বাস্থ্য সহকারীদের যৌক্তিক দাবি 

মৌলিক স্বাস্থ্যসেবার প্রশ্নে স্বাস্থ্য সহকারীদের যৌক্তিক দাবি 

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ
রিপন হোসেন সাজু:
বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে গত ১ অক্টোবর থেকে সারাদেশে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএএ) উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। ২০ হাজারেরও বেশি স্বাস্থ্য সহকারীর এই আন্দোলনে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিশেষ করে রুটিন টিকাদান কর্মসূচি (ইপিআই) ও অন্যান্য জনস্বাস্থ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।
স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হওয়ায় এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন। তাদের মূল ৬ দফা দাবি হলো: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোজন করা, স্বাস্থ্য সহকারীদের পদটিকে ১৪তন গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) প্রশিক্ষণ সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড প্রদান করা কাজের প্রকৃতি বিবেচনা করে টেকনিক্যাল (কারিগরি) পদমর্যাদা নিশ্চিত করা, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান: পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের বাধা ছাড়াই ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, বেতন বৈষম্য দূর করা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএএ) নেতারা বলছেন, তাঁরা দেশের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতীয় টিকাদান কর্মসূচি সফল করা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো, যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের সেবা দেওয়াসহ জনস্বাস্থ্য সুরক্ষায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। এত গুরুত্বপূর্ণ কাজের পরও তাঁদের পদ ও বেতন কাঠামোতে দীর্ঘদিন ধরে চরম বৈষম্য বিরাজ করছে, যা তাঁদের নিরুৎসাহিত করছে।
কর্মবিরতি পালনের ফলে দেশের বিভিন্ন স্থানে রুটিন টিকাদান কার্যক্রমসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি তুলে ধরছেন।বিশেষ করে টিকাদান ক্যাম্পেইনগুলো বন্ধ হয়ে যাওয়ায় শিশুরা তাদের সময়মতো টিকা নিতে পারছে না। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য তথ্য সংগ্রহ, পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ দেওয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধের কাজও থনকে গেছে। তৃণমূলের সাধারণ মানুষ, বিশেষ করে মা ও শিশুরা, মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ায় ভোগান্তিতে পড়ছেন।
কর্তৃপক্ষের প্রতি আহ্বান ও হুঁশিয়ারি
স্বাস্থ্য সহকারীরা দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়েছে, তাঁদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া না হলে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল ধরে চলবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার চালিকাশক্তি এই স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো দ্রুত আমলে নিয়ে মানবিক দিক বিবেচনা করে বাস্তবায়ন করার জন্য। অন্যথায়, চলমান গণ-আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে।
সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিরাও দ্রুত এই অচলাবস্থা নিরসনের জন্য সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন