হোম অন্যান্য মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা গ্রেফতার

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে বরিশালের ঝালকা‌ঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পু‌লি‌শের তেজগাঁও জো‌নের মোহাম্মদপুর অঞ্চ‌লের সহকারী ক‌মিশনার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, “তথ‌্য প্রযু‌ক্তির সহায়তা ও গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গৃহকর্মী আয়েশা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তি‌নি নল‌ছি‌টি এলাকায় তার এক আত্মী‌য়ের বাসায় আত্ম‌গোপ‌নে ছি‌লেন। গৃহকর্মী আয়েশা‌কে ঢাকায় আনা হ‌চ্ছে।”

এর আগে, গত সোমবার মা লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলাযর ফ্ল্যাটে যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন