স্পোর্টস ডেস্ক:
হুট করেই মোস্তাফিজুর রহমানকে আইপিএলে চুক্তির ঘোষণা আসে। বুধবার জেক ফ্রেসার ম্যাকগুর্কের স্থলাভিষিক্ত হিসেবে দিল্লি ক্যাপিটালস বাকি সময়ের জন্য তাকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানায়।
কিন্তু এই ব্যাপারে অবগত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিসিবি কর্মকর্তা জানান, মোস্তাফিজুর কিংবা আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি।
এক ঊর্ধ্বতন বিসিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এক ইংরেজি দৈনিককে বলেন, ‘মোস্তাফিজ আমাদের কাছে কোনও অনুরোধ করেনি কিংবা দিল্লি ক্যাপিটালস তাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনও আবেদন জানায়নি। আমরা যতদূর জানি, সে আজ আমিরাতে যাওয়া দলের সঙ্গে ফ্লাইটে থাকছে।’
শারজায় বাংলাদেশ আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বুধবার দুই গ্রুপে ভাগ হয়ে বিমানে উড়াল দিচ্ছে। এদিন সকালের ফ্লাইটে ১০ জন গেছেন, মোস্তাফিজসহ বাকিদের যাওয়ার কথা সন্ধ্যার পরে।