হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত

মোল্লাহাটের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
মোল্লাহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউসুফ আলী শেখ (৫৫) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। তবে আহত ইউসুফকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে, এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার গাংনী ইউনিয়নের পূর্ব দারিয়ালা গ্রামের ছিনু মেম্বরের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
আহত ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাযায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী ইজি বাইক চালক ছোট কাচনা গ্রামের হাফিজুর মোল্লা বলেন, আমি যাত্রী নিয়ে বড়ঘাট থেকে দারিয়ালার দিকে যাচ্ছিলাম, ঘটনা স্থল ছিনু মেম্বরের বাড়ির সামনে আঁকা বাঁকা সড়কে আসলে উক্ত ইউসুফ আলী একটি মোটর সাইকেল যোগে দ্রুত গতিতে আমার উল্টো দিক থেকে এসে আমার ইজি বাইকের সাথে ধাক্কা লাগার ভয়ে হটাৎ করে ব্রেক করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে মাথা কেটে রক্ত বের হতে থাকে। আমি দ্রুত গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহায়তায় আহতকে গাড়িতে তুলে মোল্লাহাট নিয়ে যাই। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য একটি মহল গুজব রটিয়েছে বলে এলাকাবাসী জানায়।এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের এএসপি মুশফিকুর রহমান তুষার (মংলা সার্কেল) অতিরিক্ত দায়িত্ব (ফকিরহাট) ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন