হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ
মোল্লাহাট প্রতিনিধি:
মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি/বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা, শহীদ স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, শিশু সমাবেশ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বর্ণাঢ্য মেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, মোরগ লড়াই, আলোকসজ্জা, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন
সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান শুভ, আবাসিক মেডিকেল অফিসার ডা: বিভূতি মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জুয়েল,  উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইসহাক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও শেখ মুজিবুর রহমান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান, সদস্যচিব মো: জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি মো: হারুন আল রশিদ, উপজেলা জাময়াতের যুব বিভাগের সেক্রেটারি পারভেজ আলম মিয়া, অধ্যক্ষ এল, জাকির হোসেন, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ ও উম্মে হামিমা, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন