মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
জলাবদ্ধ ও নিচু জমিতে ভাসমান বেডে হলুদ চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামের আদর্শ কৃষক আব্দুল হামিদ। ৩০ ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট প্রস্থ একটি বেড থেকে ১০ মন হলুদ উত্তোলন করেছেন তিনি। প্রতিটি ছোপের গোড়া থেকে ৬-৭ কেজি হলুদ তোলা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় ভাসমান বেডে এ হলুদ চাষ করা হয়েছিল। শনিবার (১১ জানুয়ারি) উক্ত প্রদর্শনী বেডের হলুদ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক ডিএ প্রকল্পের কনসালটেন্ট বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান প্রমূখ। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানাগেছে, কম খরচে ও পরিবেশবান্ধব এই পদ্ধতিতে চাষ করা হলুদ আকারে বড়, রঙে উজ্জ্বল ও গুণগত মানে উন্নত হয়ে থাকে।
আব্দুল হামিদ জানান, ভাসমান বেডে চাষে সার ও সেচের প্রয়োজন কম হওয়ায় উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। পাশাপাশি রোগবালাইও তুলনামূলক কম দেখা গেছে। ফলে বাজারে ভালো দাম পাওয়ার আশা করছি।
কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জনান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভাসমান বেডে হলুদসহ বিভিন্ন মসলাজাত ফসল চাষ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে। এতে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে অনাবাদি জমিও উৎপাদনের আওতায় আসবে।
পূর্ববর্তী পোস্ট
