হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে, ২দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭) ১নং উদয়পুর(সদর) ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার বিকালে কে আর কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় তারা ৬নং কোদালিয়া ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ(তদন্ত) জগন্নাথ চন্দ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, সদও ইউপি সচিব বিভাষ মুনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, কে আর কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ সাজ্জাত হোসেন, তুষার খান, প্রমুখ। উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন