হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ
মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে, সমাজসেবা কার্যালয় চত্বরে ১৭টি হুইল চেয়ার ও ২টি ট্রাইসাইকেল  মোট ১৯ জনকে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা, ভালবাসা ও সঠিক পরিচর্যা।
প্রতিবন্ধী শিশুরা আমাদের বোঝা নয়, এরা আমাদের সম্পদ। তাদের মধ্যেও লুকিয়ে আছে সম্ভাবনা, সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি মোল্লাহাটবাসিকে আহ্বান জানিয়ে বলেন, আরো যারা প্রতিবন্ধী শিশু আছে তাদের জন্য আমাদের কাছে আবেদন দাখিল করুন, আমরা চাই সকল প্রতিবন্ধী শিশু যেন এই সেবাটি পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওসমান হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ সমাজসেবা কার্যালয়ের অনান্য কর্মকর্তা,কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন