হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোল্লাহাটে নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে নির্মানাধীন ভবন থেকে পড়ে গিয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম রেজাউল মোল্লা রেজা (৩৫) সে উপজেলা সদরের গাড়ফা গ্রামের মরহুম নান্নু মোল্লার পুত্র।

জানাগেছে, মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বিকালে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজ করার সময় ছাদের উপরে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক রেজা তিনতলা ছাদ থেকে নিচে পড়ে যায়, এ সময় দ্রুত মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ডাঃ নাাহিদুল ইসলাম বলেন, অনেক উপর থেকে পড়ে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পিতা মাতা হারা সদালাপী এ যুবকের মৃত্যুতে পরিবারসহ বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। রেজার মৃত্যুতে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন