মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে শুক্রবার(৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ওসি তদন্ত , মতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।