হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে শুক্রবার (১৪এপ্রিল) নানা আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সমস্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে এসো হে বৈশাখ সঙ্গীত পরিবেশন এবং বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্তর থেকে শুরুকরে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থলে এসে শেষ হয়। উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ওসি সোমেন দাশ, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, আরএমও ডাঃ নাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম সাইকুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইশহাক, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, ফায়ার সার্ভিস এর সহকারী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সরকারি ওয়াজেদ মোমেরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামিমা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন