হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে নতুন করে আরও ৫জন করোনা পজিটিভ শনাক্ত,মোট শনাক্ত- ৩৬ জন।

মোল্লাহাটে নতুন করে আরও ৫জন করোনা পজিটিভ শনাক্ত,মোট শনাক্ত- ৩৬ জন।

কর্তৃক
০ মন্তব্য 299 ভিউজ

মোহাম্মাদ আলী মোহন,মোল্লাহাট(বাগেরহাট):

বাগেরহাটের মোল্লাহাটে ২৬জুলাই (রবিবার) আরো ৪জন করোনা পজিটিভ বা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ শনাক্ত রোগীদের বাড়ি লকডাউন করেছে। সহকারী কমিশনার (ভ‚মি) অনিন্দ্য মন্ডল এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আওয়াল ও সংগীয় পুলিশ ফোর্স আক্রান্তদের বাড়ি বাড়ি যেয়ে লকডাউন করছেন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নিরাপদে থেকে রোগীর সেবা করার নির্দেশনা দেওয়া হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা সেবাসহ সকল ধরনের সহযোগীতা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আজ ২৬ জুলাই পর্যন্ত মোল্লাহাটে মোট করোনা রোগী শনাক্ত হলো ৩৭জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০জন। জানাগেছে করোনা উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুমেক পিসিআর ল্যাবে ৬জনের নমুনা পাঠানো হয় তার মধ্যে ৩জন পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হলো গিরিশনগর গ্রামের ইসলামপুর এলাকার শিখা খাতুন, তার স¦ামী মাসুদ সেখ পূর্ব থেকে করোনা পজিটিভ ছিলো, শিখা খাতুন তার স্বামীর মাধ্যমে আক্রান্ত হয়েছে। উদয়পুর উত্তরকান্দি গ্রামের আতিয়ার রহমান (৭২) ও তার স্ত্রী আলেয়া বেগম (৬৫) এছাড়া কচুড়িয়া গ্রামের জাফর আহম্মেদ (৫৯) চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান, সে চিতলমারী থেকে পজিটিভ শনাক্ত হয়ে এবং উদয়পুর দৈবকান্দি গ্রামের বাদল সরদার ঢাকা থেকে করোনা পজিটিভ শনাক্ত হয়ে বাড়িতে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স¦াস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস ও করোনা ফোকাল পার্সন ডাঃ জব্বার ফারুকী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন