হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ডাঃ হেমায়েত উদ্দিন বিদ্যালয়ের ৩ দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

মোল্লাহাটে ডাঃ হেমায়েত উদ্দিন বিদ্যালয়ের ৩ দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে ঘোষগাতী ডাঃ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি, সোমবার উক্ত ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফকির আবুল বাশার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক মোল্লা সিদ্দিকুর রহমান, এস এম সোহেল রানা, মোঃ সারোয়ার হোসেন, এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল কাশেম কালিম। অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক মোঃ পারভেজ মিয়া, মোঃ শরিফুল ইসলাম দিদার, মোঃ লিপ্টন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন