হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, টাইফয়েড একটি মারাত্মক রোগ, যা পরিচ্ছন্নতার অভাবে ছড়িয়ে পড়ে। তাই সকলেরই টিকা নেওয়া প্রয়োজন, প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে হবে। প্রতিবছর টাইফয়েডে অসংখ্য মানুষ আক্রান্ত হয়, বিশেষ করে শিশুরাই বেশি আক্রান্ত হয়। আমরা প্রত্যাশা করছি, এই ক্যাম্পেইনের মাধ্যমে শতভাগ শিশুদের টিকাদান নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১৫ বছরের মধ্যে সব শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মাধ্যমে মোল্লাহাটে টাইফয়েডের সংক্রমণ কমানোর পাশাপাশি, স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন