মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে শনিবার (২৮ জানুয়রি) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় অ্যাথলেটিকস, গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, উম্মে হামিমা, এস এম সোহেল রানা মুরাদসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।