মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোল্লাহাট বাজার চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “জুলাইয়ের জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। নিম্নকক্ষ, উচ্চকক্ষ উভয়কক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র টিকবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, নায়েবে আমীর আব্দুস সবুর শিকদার, সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, কর্মপরিষদ সদস্য হাফেজ মোকাররম মিয়া, ফরাজি মিজানুর রহমান, দাউদ আলী মুন্সি, হাফেজ অলিউর রহমান, সিকদার মনিরুজ্জামান, যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলম, মাওলানা হায়দার আলী, পেশাজীবী বিভাগের সেক্রেটারি শেখ ইয়াসিন, শিবির সভাপতি মিসকাত হোসাইন, সেক্রেটারি আরিফুল ইসলাম শিহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।