হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের সমন্বয় কমিটি ঘোষণা

মোল্লাহাটে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের সমন্বয় কমিটি ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের  সমন্বয় কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২৭ সদস্যবিশিষ্ট এই সমন্বয় কমিটির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার সেক্রেটারি ও সমন্বয় কমিটির আহ্বায়ক হাফেজ হেদায়েত উল্লাহ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, এনসিপির প্রধান সমন্বয়ক কে. এম ফয়সাল আহমেদ, খেলাফত মজলিসের যুব প্রতিনিধি এবং জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জানান, ১১ দলীয় নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত এই সমন্বয়  কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের পক্ষে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং জোটভুক্ত দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার দায়িত্ব পালন করবে এই কমিটি।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন