হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮আগষ্ট) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মৎস্য চাষি ও উদ্যোক্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বেরিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এখন সময়ের দাবি।টেকসই মৎস্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মৎস্য খাতে নারীর অংশগ্রহণ বাড়লে আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সরকার ইতোমধ্যেই মৎস্যচাষিদের নানা প্রণোদনা, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করছে। আলোচনা সভায় অংশ নেওয়া একাধিক মৎস্য উদ্যোক্তা জানান, সরকারি সহায়তা এবং আধুনিক পদ্ধতির ব্যবহারে এখন তারা আগের তুলনায় বেশি উৎপাদন পাচ্ছেন। তবে বিদ্যুৎ সমস্যা ও মাছের রোগবালাই প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভাপতি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশীয় অনেক মাছ বিলুপ্তির পথে। এজন্য পোনা অবমুক্তকরণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণসহ নানা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে চিংড়িতে অপদ্রব্য পুশ করে বিশ্ব বাজারে আমাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে, এসব দুস্কৃতিকারীদের কঠোরহস্তে দমন করতে হবে। এছাড়া মাছের সঠিক বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সভা শেষে তিনজন সেরা উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন