হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে চিংড়ি ঘেরে কাদা ফেলতে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত

মোল্লাহাটে চিংড়ি ঘেরে কাদা ফেলতে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটের রাজপাটে চিংড়ি ঘেরে অন্য এক ঘেরের পেড়ি কাঁদা ফেলতে বাধা দেওয়ায় পিতাকে কিল ঘুসি ও পুত্রকে কুপিয়ে আহত করেছে এক ব্যক্তি। আহতরা হলেন টিটু তরফদার ও তার পিতা ফিরোজ তরফদার। ঘটনাটি ঘটেছে রাজপাট মরা খালের মাথা নামক স্থানে।মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা
ভুক্তভোগী টিটু তরফদার জানায়, রাজপাট গ্রামের বিলা তরফদার তার মৎস্য ঘের থেকে পেড়ি কাদা তুলে তাদের ঘেরে ফেলছিল এ সময় তার পিতা ফিরোজ তরফদার কাদা ফেলতে নিষেধ করলে তাকে কিল ঘুসি মারে, এক পর্যায়ে আমি প্রতিবাদ করলে বিলা তরফদার ধারালো দা দিয়ে আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় প্রতিবেশী হেমায়েত মোল্লা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। টিটো আরো জানায়, তাদের চিংড়ি ঘেরে সদ্য চিংড়ি রেনু পোনা ছাড়া হয়েছে, এ সময় পেড়ি কাঁদা ঘেরে ঢুকলে চিংড়ি রেনু মারা যাবে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন