হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে চরকুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মোল্লাহাটে চরকুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে চরকুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবা খাতুন এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া অভিযোগ পত্র থেকে জানাগেছে,, প্রধান শিক্ষক হাসিবা খাতুন তার স্বামী রফিকুল ইসলাম দুলালকে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি করেন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানের নিয়ম না মেনে ম্যানেজিং কমিটি গঠন করে ১৯৯৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রধান শিক্ষক তার স্বামীর ইশারাতেই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে আসছেন। এছাড়া ২০০৪ সালে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৬-৭ জন শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণ বিনা মজুরিতে কিছুদিন পাঠদান করলেও বেতন ভাতা না পাওয়ায় তারা অন্যত্র চলে যায়। ২০১৯ সালে মন্ত্রণালয়ের স্বীকৃতি পাওয়ার পরে রেজুলেশনে উক্ত শিক্ষকদের অবৈধভাবে ঘুষ বাণিজ্যের মাধ্যমে বেতন ভাতা করান। এরমধ্যে নিয়োগপ্রাপ্ত ২ জন শিক্ষক সেলিম মোল্লা ও অহিদুর রহমানকে জাল সনদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগে আরো বলা হয় কৃষি বিষয়ক শিক্ষক ইরানী বেগম ২০০৪ সালে নিয়োগ প্রাপ্ত হলেও ২০১০ সালে তিনি এইচএসসি পরীক্ষাদেন। ল্যাব সহকারী সবুজ মোল্লার বিল কারনো হয় অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করে। ২০০৮ সালে স্বীকৃতি নবায়ন ও চৌধুরী কোম্পানির অডিটে সেলিম মোল্লা, অহিদুর রহমান, ইরানি বেগম ও সবুজ মোল্লার নাম শিক্ষক বিবরণীতে নেই।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাসিবা খাতুন বলেন আমাকে এবং আমার স্বামী সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালকে জড়িয়ে একটি কুচক্রী মহল মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের সুনাম ক্ষুন্ন করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। নিয়োগের অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্পুর্ন সরকারী বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন