হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে চঞ্চল্যকর রনি হত্যার বিচারের দাবিতে মা-বাবার আর্তনাদ

মোল্লাহাটে চঞ্চল্যকর রনি হত্যার বিচারের দাবিতে মা-বাবার আর্তনাদ

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে রনি মোল্লা(১৬) নামের এক কিশোরকে ধারাল অস্ত্রদ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে ।
নিহতের পরিবারের দাবী শুক্রবার ৮ নভেম্বর বিকাল সাড়ে চারটায় উপজেলার রাজপাট গ্রামের ৩২ নং রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তাকে হত্যা করা হয়েছে।
নিহতের পিতা মোঃ ফরহাদ মোল্লা জানান, শুক্রবার দিন সকালে তারা শেখ বাড়ীতে বিয়ের দাওয়াতে অংশগ্রহন করে, সেখান থেকে ফিরে বিকালে তার ছেলে রনি স্কুলের বারান্দায় বসে মুঠোফোনে গেমস খেলছিল, এমতাবস্থায় রনিকে একা পেয়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী মোঃ রাব্বি শেখ, পিতা- রবিউল শেখ ও রবিউল শেখ পিতা- বাঁকা শেখ অতর্কিত হামলা চালায়, রাব্বির হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে রনিকে কুপিয়ে মারাত্মক জখম করে, রনির পিতা খবর পেয়ে ছুটে গিয়ে ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর রনির শারিরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে রনি।
এলাকাবাসী জানায়, নানা বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিবাদ চলে আসছে দু’পক্ষের মধ্যে। জমি নিয়ে বিরোধের জেরে রনিকে কুপিয়ে মারাত্মক জখম করে রাব্বি শেখ। টানা ১৯ দিন হাসপাতালের বিছানায় জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে রনি।
এ ঘটনায় রবিউল শেখ ও রাব্বি শেখের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৬, তারিখ- ১২-১১-২০২৪,  তবে নিহতের পিতার অভিযোগ দুজনে মিলে তার ছেলেকে হত্যা করলেও থানা পুলিশ রবিউলকে হুকুমধারী ও তার ছেলে রাব্বিকে হত্যাকারী হিসেবে মামলা রুজু করেছে। তিনি এই মামলায় দুজনকেই হত্যার আসামি করে তাদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন