হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে বুধবার(১৫মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজেনে কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ করা হয়েছে। ২০২২—২৩ অর্থ বছরে খরিপ—১/২০২৩—২৪ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষদের মাঝে উক্ত পাটবীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, পল্লি উন্নয় কর্মকর্তা শেখর চন্দ্র, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন