হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে এবি পার্টি মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে এবি পার্টি মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের-১ আসন থেকে এবি পার্টির মনোনীত এমপি প্রার্থী মোঃ আমিনুল ইসলাম (এফসিএ) এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ৩ টায় মোল্লাহাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে তিনি বাগেরহাট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
সভায় এবি পার্টির এমপি মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে ন্যায় ও সততার ওপর ভিত্তি করে একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আমি বিশ্বাস করি, এবি পার্টির মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থা দেশকে এগিয়ে নেবে।
সভায় তিনি বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন এবং এবি পার্টির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা। তিনি শিক্ষা, কৃষি, অর্থনীতি, আইনশৃঙ্খলা, যুব উন্নয়ন, মাদক নির্মূল সহ নানা বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জ, সাংবাদিক ও গণমাধ্যমের নিরাপত্তা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যেগুলো তারা স্থানীয় পর্যায়ে দেখছেন। তারা নিশ্চিত করেন যে, সাংবাদিকদের কাজ হলো সমাজের অসঙ্গতি গুলো মানুষের সামনে তুলে ধরা এবং দেশ ও জনগণের জন্য কাজ করা।
মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এবি পার্টির বাগেরহাট জেলার আহ্বায়ক মোঃ শফিউল্লাহ, সদস্য সচিব মোঃ আবু তালহা আবির, মোল্লাহাট উপজেলার আহ্বায়ক মোঃ রাজিব ফরাজী, সদস্য সচিব নাসির শেখ, সদস্য মোঃ মুশফিক চৌধুরী, মোহাম্মদ মোরসালিন শেখ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন