হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ
মোল্লাহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলা সমন্বয় কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাসহ আরো কয়েকটা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় মোল্লাহাট উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং  আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে এ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো সুন্দর ও স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যগণ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন  মং, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ, উপজেলা বিএনপির আহবায়ক শিকদার জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক, শেখ শাহেদ আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদ, জামায়াতের যুব শাখার সাধারণ সম্পাদক মোঃ পারভেজ  আলম, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন