হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী শামীমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোল্লাহাটে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী শামীমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ
মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীম। শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

মতবিনিময় সভায় মজিবর রহমান শামীম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধকে ভিত্তি করেই আমি রাজনীতি করতে চাই। জনগণের সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধানে কাজ করাই আমার লক্ষ্য।”

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। সভায় স্থানীয় সাংবাদিকেরা মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভা শেষে মজিবর রহমান শামীম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা মোঃ নিজামুদ্দিন। যুব আন্দোলনের সভাপতি শেখ সোহেল আহমেদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি জাকির আশরাফি, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম বাদলসহ মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন