হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে এইচ এস সি পরীক্ষা শুরু

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে উচ্চ মাধ্যমিক বা এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে।

জানা গেছে, মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রের ভেন্যু সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জেনারেল শাখায় এবছর ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম দিন ৬৬৩ জন পরীক্ষার্থী বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ নেয়। খলিলুর রহমান ডিগ্রি কলেজ, জাতির জনক বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ ও লুৎফর রহমান বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার স্থানীয় সাংবাদিকদের জানান, এইচ এস সি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন