মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) একটি জাতীয় সমাজকল্যাণমূলক সংস্থা এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মাস্টার পাড়া জেসিএফ এর কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেসিএফ এর গোপালগঞ্জ জোনের সহকারী উপ-পরিচালক মেঃ জামাল উদ্দিন লিটন। সভাপতিত্ব করেন এরিয়া ম্যানেজার (ফকিরহাট এরিয়া)মোঃ বাবুল আক্তার। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন ইউপি সদস্য মোঃ বাবুল সরদার, সমাজ সেবক মাসুম শেখ, মিশকাত সরদার, সাংবাদিক জেহাদ আলী, শরিফুল ইসলাম, মীর মাসুদ, লিপ্টন, মাহফুজ প্রমুখ।