হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাট উপজেলা পর্যায়ে সরকারি ভাতাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে শুক্রবার( ২সেপ্টেম্বর) সকালে, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতাভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক(সামাজিক নিরাপত্তা) উপসচিব ড. মোঃ মোকতার হোসেন।

প্রধান অতিথি ভাতাভোগীদের সকল সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এর সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজগুলো সঠিক ভাবে বাস্তবায়ন করার ব্যাপারে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের আরো জোরালো ভূমিকা পালন করতে হবে, যাতে কোন ভাবেই প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত না হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপ-পরিচালক আইয়ুব হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মনোরঞ্জন পাল, মোল্লা মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম(ভাঃপ্রাঃ) মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন